শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

গায়ের রং কাল দেখানোর কারন হচ্ছে আমাদের ত্বকের নিচে মেলানিন নামক এক প্রকার রাসায়নিক কণার আধিক্য।  যাদের দেহে মেলানিন এর পরিমান কম তারা সাধারনত ফর্ষা হয়। মেলানিন বেশি হলে কালো হয়। আবার সূর্যের আলোতে অধিক্ষণ থাকলেও ত্বক কালো হয়। কারন হচ্ছে মেলানিনের স্টেরিও আলোক সমানুতা। অর্থাৎ মেলানিন সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রে  শোষন করে গঠন কাঠামো পুররায় বিন্যাস করে এবং ত্বকের জিলাটিনে অধিক পরিমান মেলানিন সৃষ্টি হয় যাতে আল্ট্রাভায়োলেট রে ত্বকের নিচে পৌছাতে না পারে, এই কারনে ত্বক রৌদ্রে অপেক্ষাকৃত বেশি কাল হয়।  এটা শরীরের উপকারের জন্য। আমরা জানি শ্বেত বর্ণের মানুষেরা রৌদ্রে বেশিক্ষন থাকতে পারে। এই মেলানিন রৌদ্রের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের রক্ষা করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ