কমনসেন্স নেই বা ঘাউরা টাইপের মানুষ এক ধরনের বিরক্তি কর ব্যাক্তি  । কমনসেন্স নেই ও ঘাওরা টাইপ দুটি দুরকমের বিষয় যদি এই দুইটি বিষয় একজনের থেকে থাকে তবে এরুপ ব্যাক্তির সাথে দুরুত্ত বজায় রাখাই শ্রেয়।  বিভিন্ন পরিবেশে যারা একি আচরন করে থাকে পরিবেশ বুঝে কথা বা মোন মেজাজ দেখে কথা বলে না তাদেরকে কমনসেন্স নেই বলা হয় আর যে একটা বিষয় না বোঝার পরো বা যুক্তিবিহিন অনর্গল কথা বলে যায় বা জেদ ধরে থাকে তাকে ঘাওরা বলা হয়। 

সবচেয়ে ভাল হয় ঘাওরা বা কমনসেন্স নেই তাদের থেকে আপনার দূরে থাকে বা তাদেরকে এড়িয়ে চলা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ