অাচ্ছা,, ,SSC গনিত পরিক্ষায় "গ" নং প্রশ্নের উত্তর লিখতে গিয়ে সম্পর্ন্ন প্রশ্নের জবার ঠিক লিখেলেও শেষে গিয়ে সামান্য একটু ল.সা.গু করতে ভুল হয়েছে,ফলে সম্পর্ন্ন অাংকটি কি কেটে দিবেন স্যাররা, নাকি অর্ধেক নাম্বার দিবেন?
Share with your friends

না, সম্পূর্ণ নাম্বার কাটবে না। বোর্ড পরীক্ষায় গণিতে যতটুকু সঠিক হয়েছে ঠিক ততটুকুর জন্য নাম্বার পাবেন। বোর্ড পরীক্ষার গণিত সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটি উত্তেরর জন্য নম্বর বিভাজন থাকে। যেমন (ক) নং প্রশ্নের মান ২ এবং এর নম্বর বিভাজন ১+১=২। (খ) ও (গ) নং প্রশ্নের মান ৪ এবং এর নম্বর বিভাজন ১+১+১+১=৪,অথবা, ২+২=৪ অথবা ৩+১=৪। আপনার বর্ণনা অনুযায়ী আমি বলতে পারি আপনি ৪ নম্বরের মধ্যে ২ অথবা ৩ পাবেন।

Talk Doctor Online in Bissoy App