হাদীসে রাসূল সা.ইরশাদ করেন, হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহ করতে  সক্ষম তারা যেন তা করে। কেননা তা চোখকে নিচু রাখে এবং যৌনাঙ্গের সুরক্ষা দেয়। আর যারা তা পারবে না। তারা যেন বেশি বেশি করে (নফল) রোযা রাখে কেননা তা যৌন খুদাকে প্রশমিত করে রাখে।সহীস মুসলিম; হা. ১৪০০, সহীহ বুখারী; হা. ৫০৬৬।

তাই আপনার উচিত সাধ্য থাকলে বিবাহ করা কিংবা বেশি বেশি রোযা রাখা। আর যদি উপরোক্ত কোন একটি না করে গোনাহে লিপ্ত হন তাহলে পরকালে কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। তবে হাঁ, কারো যদি ‍উপরোক্ত পদ্ধতি দুটির প্রয়োজন না হয় তথা বিবাহ করার প্রয়োজন না হয় বা প্রয়োজন তবে উপায় না থাকার কারণে রোযা রেখে নিজেকে সংযত রাখেন তাহলে কোন গোনাহ হবে না। মহান আল্লাহ আপনার কল্যাণ করুন। আমীন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ