আপনাদের সাইটের কিছুই বুঝি না। বলেছেন পয়েন্ট একশ এর ওপরে গেলে উত্তরে আর এপ্রোবাল সিস্টেম থাকবে না। কিন্তু আমারটা এখন থাকছে। যদিও কিছুক্ষণের জন্য সুযোগটা ছিলো। তার পর সঠিক উত্তর দিলেও আরেকজন এসে উত্তর হাইড করে দিচ্ছে। যাচাই বাছাইয়ের কোন খবর নাই।নিজেও উত্তর দিচ্ছে না। নিজেও পারে না, আরেকজনেরটা হাইড করে। আর ইসলামী বিভাগের কথা কী বলবো? যা তা অবস্থা। যে যেভাবে পারছে জবাব দিচ্ছে কোন বাছ বিচার নেই। এত স্পর্শকাতর একটা বিভাগ অথচ কোন পর্যবেক্ষণ নেই। প্রশ্নকারী বিব্রত হচ্ছে। এই আধ্যাত্মিক বিভাগের জন্য কি আপনাদের কোন বিজ্ঞ আলেম আছে? যে উত্তরগুলো যাচাই করবে। একেক জনের কাণ্ড দেখলে হাসি পায়। গুগলে সার্চ দিয়ে কয়েকটা হাদিস বের করে সে হাদিসের ভিত্তিতে সে ফতুয়া দিয়ে দিচ্ছে। হাদিসটা কি সহি না যইফ, মাকবুল না মানসুখ, এ হাদিসে মূল অর্থ কী? কী তার মর্মার্থ কিছুই জানে না, এসে উত্তর দিয়ে দিচ্ছে। জীবনে মাদ্রাসার বাড়ান্দা দিয়েও হাঁটে নি সে মাসালার জবাব দিচ্ছে। আরেক মাদ্রাসা ছাত্রের উত্তর মুছে দিচ্ছে, হাইড করে দিচ্ছে, রিপোর্ট করছে। _অন্যান্য বিষয়গুলোয যেমনই হোক অন্তত ইসলামি বিভাগটার জন্য একজন বিজ্ঞ আলেম নিয়োগ দেয়ার জন্য বিশেষ অনুরোধ রইল।
শেয়ার করুন বন্ধুর সাথে