কথাটি সত্য কী না?সত্য হলে দলিলসহ বলুন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যার যেখানে কবর তাকে সেই জায়গার মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে কথাটি সত্য নয়। মানব সৃষ্টির সূচনা হয় মাটি থেকে অর্থাৎ শুধু হজরত আদম (আঃ) কে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এবং তৎপরবর্তী প্রজন্মধারা চলতে থাকে ‘শুক্র’ থেকে। পবিত্র কোরআনের বানীঃ মানুষের সৃষ্টির শুরু মাটি থেকে। তারপর তার বংশধারা চলতে থাকে। একটি নির্যাস থেকে যা বের হয়েছিল তুচ্ছ পানির আকারে। (সূরা আস-সাজদাহঃ ৭-৮) আল্লাহ মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর তিনি আদমের বংশ বিস্তার করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে। এর দ্বারা সমগ্র মানব জাতিকে বুঝানো হয়েছে। যে নির্যাস পুরুষের পিঠ ও নারীর বক্ষস্থল হতে নির্গত হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, যা বের হয় পিঠ ও বুকের হাড়ের মধ্য হতে। (সূরা তারিকঃ ৭) পরে তিনি তা সংগঠিত করেছেন মায়ের পেটে নির্দিষ্ট কয়েক দিনের জন্য, তারপর তাতে তার রূহ ফুঁকে দিয়েছেন। সূরা নাহলের ৪ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, তিনি সামান্য পরিমাণ (শুক্র) থেকে মানুষ সৃষ্টি করেছেন। জনাব! মানব সৃষ্টির সূচনা করা হয়েছে মাটি থেকে। আদম এর পরবর্তী সকল মানুষকে বীর্য হতে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ সকল মানুষ মাটির সৃষ্টির নয়। আল্লাহ তাআলা বলেন, (তিনি) সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে। এ আয়াতে সৃষ্টিজগতের মধ্য থেকে বিশেষ করে মানব সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, মানুষকে ‘আলাক’ থেকে সৃষ্টি করেছেন। এখানে মাটির কথা উল্লেখ হয়নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ