আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু ইদানিং আমার পড়াশোনায় মন বসেনা,ইচ্ছে করেনা পড়তে। এখন কিভাবে অধিক মনোযোগী হব???
শেয়ার করুন বন্ধুর সাথে
Ronu

Call
পড়াশোনার মন বসানোর কিছু উপায় নিচে দেওয়া হলো।
- প্রথমে আপনি একটি রুটিন তৈরি করুন।
- সময় হিসাব করে নয় টার্গেট নিয়ে পড়ুন।
- পড়ার প্রথমে মন শান্ত করুন। ১৫-২০ মিনিট আপনার লক্ষ্য কীভাবে সাজাবেন, তা ভাবুন।
- পড়ার সময় মোবাইল অথবা ইলেকট্রনিক ডিভাইস দূরে রাখুন।
- পড়ার সময়ে শরীর সতেজ থাকার জন্যে মাঝে লেবুর সরবত পান করতে পারেন।
- মেডিটেশন মন ও শরীর দুইই প্রাণবন্ত করে তোলে। মেডিটেশনের ফলে শরীরের ক্লান্তি দূর হয় এবং কাজ করা ক্ষমতা বেড়ে যায়।
- ১ ঘন্টার পড়ার পর ৫-১০ ব্রেক নিন ব্রেক টা এনালগ নিবেন কোন প্রকার ফেসবুক,মেসেঞ্জার এ ডু মারতে যাবেন না।
- অনেক সময় ধরে পড়ছেন তখন কিছু সময় ব্রেক নিয়ে হালকা সাউন্ডের গান শুনুন।
- বেশি রাত জেগে পড়বেন না রাত ১০ টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়বেন পরে ভোর ৪/৫ টাই উঠে ধর্মীয় কাজ শেষ করে পড়তে বসবেন।
- নিয়ম করে সারা দিন পড়বেন।
- সময় নষ্ট করবেন না।
- পড়ার সময় ঘুম ঘুম ভাব হলে এমন গল্প যা আত্মবিশ্বাস জাগায় এধরনের গল্প পড়ুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ