আমল কবুল করা না করা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছেধীন। বাকি হাদীসের আলোকে বুঝা যায় যে, উপার্জন ও খাবার হালাল হবার উপর আমল কবুল হওয়া নির্ভরশীল। তাই হারাম ভক্ষণকারীর ইবাদত কবুল না হবার শংকা রয়েছে। তাই এ বিষয়ে সবার সতর্ক দৃষ্টি রাখা আবশ্যক। –সহীহ মুসলিম; হা. ১০১৫, জামিউল উলুমি ওয়াল হিকাম ১২/৪

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ