“২১ শে ফেব্রুয়ারী” ©Rovel আজ ভালো কাল খারাপ এইতো মোদের চলা; সারাদিন যেন ভলো হয়ে চলি এইতো মোদের বলা; কত না কষ্টে পেয়েছি মোদের স্বাধীন বাংলাদেশ; বাংলার মানুষ নদীভরা রক্তের বিনিময়ে পেয়েছে প্রিয় দেশ। আমার দেশ তোমার দেশ সবার প্রিয় বাংলাদেশ, এই দেশকে রাখব ধরে সবার হাতের বাধনে। ৩০লাখ শহীদের জান,দেশের জন্য দিয়ে গেল প্রান_ আমরা কি তাদের দিয়েছি কোন প্রতিদান? ‘হ্যা’ প্রতিবছর ২১শে ফেব্রুয়ারী ফুল ও শ্রদ্ধা দিয়ে,দিয়ে থাকি তাদের প্রতিদান। ৩০লাখ শহীদ আর ২লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা কি দেখিয়েছি কূলমান? হ্যা আমরা দেখিয়েছি আজিকার জয় বিজয়ের উদ্ধাম। শত শত কবি লিখেছেন যাহা তাহা মোদের জানা_ এই দেশকে রাখব ধরে সবার মনের চেতনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কবিতা -দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ।সাগর নদীর ঊর্মিমালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্দুর।ছড়ায় পাহাড় সুরের বাহার ঝরনা -প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম -বর্ষা -শীতে।গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ- সুরে ফুলের সাথে প্রজাপতির কথা।ফুল পাখি নই, নইকো পাহাড় ঝরনা সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই।বাংলা আমার মায়ের ভাষা শহিদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা একুশে ফেব্রুয়ারির গান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ