Waruf

Call

ট্রান্সফর্মার হচ্ছে বিদ্যুৎ শক্তিকে এক বর্তনী থেকে আরেক বর্তনীতে ট্রান্সফার বা রুপান্তর করা। এক্ষেত্রে ট্রান্সফর্মারের নীতি হচ্ছে  হাই ভোল্টকে কম ভোল্টে রুপান্তর করলে অবশ্যই এম্পিয়ার বৃদ্ধি পাবে। আবার কম ভোলটকে বেশি ভোল্টে রুপান্তর করলে এম্পিয়ার কমবে এভাবে ট্রান্সফর্মার শক্তি ট্রান্সফার ও রুপান্তর করে।  ট্রান্সফর্মার ব্যবহার করা হয় ভোল্ট বৃদ্ধি অথবা কমাতে।  আপনি যদি বাড়িতে রেডিও টিভি চালাতে চান তবে অবশ্যই ২২০ ভোল্টকে কমিয়ে ১২ বা এর কমে আনতে হবে। তাই টিভি তে ট্রান্সফর্মার ব্যবহার হয়। এই রকম সকল লাইনে স্টেপ ডাউন ট্রান্সফর্মার(যেগুলো ভোল্ট কমায়) ব্যবহার করতে হয়। আবার বিদ্যুৎ গ্রীড লাইনে বহু দূরে বিদ্যুৎ পাঠাতে ভোল্ট বৃদ্ধি করতে হয় তা না হলে নির্দিষ্ট স্থানে যাবার সময় অপচয় ও রোধ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ঠিকমত ভোল্ট যাবেনা। তাই ভোল্টকে উচ্চ ভোল্টে রুপান্তর করে গ্রীডে প্রেরন করা হয়। এই গ্রীডে বহু ভোল্ট থাকে যেমন ৫০০০ভোল্ট। এই লাইনে তাই স্টেপ আপ(যেগুলো ভোল্ট বৃদ্ধি করে) ট্রান্সফর্মার ব্যবহার করতে হয়। যদিও এই একই গ্রীডে স্টেপ ডাউন ও ব্যবহার করতে হয় তখনই যখন মূল গ্রীড থেকে লোকাল লাইনে যায় বাসায় সংযোগ দেবার জন্য। তখন ভোল্ট কমাতে ব্যবহার হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ