এইটা একটা বিতর্কের বিষয়। যদি সাধারন ধারনায় বলা হয় তবে বলা যায়, অবশ্যই ফারক্রাই ৫ এর গ্রাফিক ফারক্রাই ৪ এর থেকে ভালো। কিন্তু বাস্তবিক অর্থে এইটা সম্পূর্ণভাবে গেমার এর ডিভাইসের সেটআপ এর ওপর নির্ভরশীল  এর কারন হচ্ছে এনভিডিয়া ফারক্রাই ৫ তৈরিতে যুক্ত ছিল না, তাই ফারক্রাই ৫ এএমডি তে ভালো দেখায় (কারন ডেভেলপারেরা এবার এএমডি এর সাথে কাজ করেছে। তারা এএমডি কোম্পানির এর নতুন প্রোডাক্ট যেমন তাদের জিপিইউ কে টার্গেট করে গেমটি বানিয়েছে)      তাই যারা এনভিডিয়া এর গ্রাফিক্স ব্যবহার করে তারা এই অভিযোগটা করেছে। কারন তাদের সেটআপের সাথে গেমটি ১০০% মিল-ঝুল খায় না। কিন্তু ওপর দিকে যারা এএমডি ব্যবহার করে বিশেষ করে ওদের নতন মডেল গুলো যেমন AMD RX 580 সিরিজ, তারা এই গেম নিয়ে ভালো মজায় আছে।  এবার আমার ব্যাক্তিগত কাহিনী বলি। আমি এক্সবক্স ওয়ান এক্স এ গেম খেলি। তাই আমার কাছে ভালোই লেগেছে গেমটি খেলতে। কিন্তু সমস্যা হল যখন আমার একফ্রেন্ড ওর পিসিতে গেমটা আমাকে ইন্সটল করতে বলল। ৪০ জিবির গেম, তার ওপর আর ৫০ জিবি স্টোরেজ খালি রাখা বাদ্ধতা মূলক। মানে মোটামোটি ১০০-১৫০ জিবি জোসেফ সাহেব একাই খেয়ে দিচ্ছেন।  আমার এই ফ্রেন্ড, মিতুল, অকেসনাল গেমার। বড় কোম্পানির মানে ত্রিপল এ টাইটেলের গেম ছাড়া খেলেনা। রেড ডেড রেডেম্পশান ২ (ভাবসিল হয়ত পিসির জন্য বের হবে), এসাসিয়ান'স ক্রিড ওডেসি , ফলআউট ৭৬, ব্ল্যাক অপ্স ৪, হিটম্যান ২ ইত্যাদি খেলার জন্য একটা ২ টেরাবাইট হার্ডডিস্ক কিনলাম। এখন ও ব্যবহার করে  GTX 1050 Ti তাই আমি তখন এই ব্যাপারটা টের পেলাম যে এইবার ফারক্রাই ৫ এ এক এক জিপিউ তে এক এক পার্থক্য ।      

Talk Doctor Online in Bissoy App