শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাধারনট ভিটামিন বি২ এর অভাবে ঠোঁটের কোনায় ঘা হয়ে থাকে|প্রচুর পরিমাণে ভিটামিন বি জাতীয় খাবার খেতে হবে|"রিবোসিনা" ট্যাবলেট দৈনিক তিনবার একটা করে পাঁচ দিন খেয়ে দেখতে পারেন| প্রতিদিন দুপুরে ভাত রান্না চলাকালীন ভাতের ফেনা ক্ষত স্থানে লাগাবেন|এটা খুব ভালো কাজ করে|ভিটামিন বি ও সি জাতীয় খাবার বেশি করে খাবেন| ঠোঁট যাতে শুষ্ক না হয়, সেজন্য ঠোঁটে মেরিল ব্যবহার করবেন|পাশাপাশি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন দ্রুত মুক্তি লাভ করবেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ