শেয়ার করুন বন্ধুর সাথে
Call

AC কিংবা DC প্রবাহের ক্ষেত্রে বিভব(voltage) কোন মুখ্য বিষয় নয়। ইনভার্টারে আপনি কত ভোল্টেজ প্রয়োগ করে কত পেতে চাচ্ছেন সেটি আপনার চাহিদার উপর নির্ভর করে।একটি কথা হলো যে এসি এবং ডিসি প্রবাহকে কখনো ভোল্টেজ দ্বারা বোঝনো হয়না,দু’টি প্রবাহের মধ্যে মুখ্য পার্থক্য হলো এদের প্রবাহের গতি পথের প্রকৃতি। আপনি যদি 220 voltage থেকে AC~220 voltage DC current  পেতে চান তবে শুধু ডায়োডের রেক্টিফায়ার ব্রিজ দ্বারা Circuit নির্মান করতে পারেন।এক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যাবহার করার প্রয়োজন নেই। কিন্তক এই প্রকিৃয়াকে ইনভার্টার বলা হয় না।একটি ইনভার্টার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা রূপান্তর করে ডিসি বিদ্যুৎ প্রবাহকে পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহে (এসি);রূপান্তরিত এসি যেকোন ধরনের বিভব ও ফ্রিকুয়েন্সির ব্যবস্থাতে উপযুক্ত ট্রান্সফরমার, সুইচ এবং নিয়ন্ত্রক বর্তনীর মাধ্যমে ক্রিয়াশীল হতে পারে। 32 voltage DC থেকে 220 voltage AC current পেতে হলে আপনি একটি 32 voltage এর DC Battery,দু’টি 2N2222 transister,একটি IRF630 MOSFET transister ,কিছু 2.2uf/50V Capacitor দ্বারা এবং একটি 32AH Step up transformer দ্বারা যুক্তিসংঘত এবং নিয়মতান্ত্রিক বর্তনি ব্যাবস্থাপনার মাধ্যমে ইনভার্টার সার্কিটটি তৈরী করতে পারেন।image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ