শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোনো বস্তুতে ততক্ষন পর্যন্ত বিভব বিদ্যমানথাকে যতক্ষন পর্যন্ত তা তড়িতাহিত থাকে বা তার মাঝে আধান বিদ্যমান থাকে  কিন্তু যদি এই বস্তুটিকে ভুসংযুক্ত করা হয় তখন যদি বস্তুটি ঋনাত্মক আধানে আহিত হয় তখন সে আধান ভুমিতে চলে গিয়ে বস্তুটিকে নিস্তড়িত করে ফেলে যার ফলে বস্তুটিতে বিভব থাকে না। আর ধনাত্মক আধান হলে ভুপৃষ্ঠ হতে আধান এসে বস্তুটিকে নিস্তড়িত করে ফেলে আর বিভব হীন হয়ে যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ