তুই,তুমি,আপনি তিনটি শব্দই মধ্যম পুরুষের উদাহরণ। সাধারণ ক্ষেত্রে ও বয়সে যারা ছোট তাদেরকে তুমি করে বলা হয়।যেমন:তুমি যাও। সম্ভ্রমাত্মক বা সম্মানের সাথে কথা বলতে বা বয়সে যারা বড় বা অচেনা আগন্তুকক আছে যারা তাদেরকে আপনি করে বলা হয়।যেমন:আপনি যান। তুচ্ছার্থকভেদে বা তুচ্ছ করা অর্থে তুই করে বলা হয়।যেমন:তুই যা।তবে,ঘনিষ্ঠ ভাবে কথা বলতে বা বন্ধু-বান্ধবকেও তুই করে বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

ব্যাক্তি বিবেচনায় শব্দগুলোর সঠিক ব্যাবহার নিজের ভদ্রতা ও সৌজন্যতাকে ফুটিয়ে তুলে। যেমন মা-বাবাকে আপনি বলার মাঝে সম্মান বুঝায়, ছোট বাচ্চাকে তুমি বলার মাঝে আদর প্রকাশ পায়।আর বন্ধু-বান্ধব বিশেষত বাল্যকালের বন্ধু-বান্ধবকে তুই বলাতে সম্পর্কের ঘনিষ্ঠতা প্রকাশ পায়।সম্পর্কের ঘনিষ্টতা বা পুর্বানুমতি ছাড়া কাউকে তুমি সম্বোধন অনেক ক্ষেত্রেই বিব্রতকর হয়ে দাড়ায়। বাক্য- আপনি দিয়ে,যেমন-আলহামদুলিল্লাহ!!আব্বু আপনার দোয়ায় ভাল আছি। তুমি দিয়ে,যেমন-ছোট্ট (তুমি) এদিকে এসো! তুই দিয়ে,যেমন-(দুস্ত!)তুই এত নিষ্ঠুর কেন?কোন যোগাযোগ নেই!!   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ