Call

হ্যাঁ ।সৌর বিদ্যুতে ব্যবহৃত প্রত্যেকটি ব্যাটারির পানি রাসায়নিক উপাদান দিয়ে তৈরি।শুধু সৌর বিদ্যুতের ব্যাটারিই নয়,সকল ধরণের ব্যাটারির পানিই রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। সৌর বিদ্যুতের জন্য ব্যবহৃত ব্যাটারিগুলো তৈরি হয় প্লেট, সীসা এবং লেড অক্সাইড দিয়ে।এখানে ৩৫% সালফিউরিক এসিড ও ৬৫% পানির মিশ্রন থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

ব্যাটারির পানি দুই ধরনের। ভাল ব্যাটারির পানির লেয়ার ঠিক রাখার জন্য যে পানি ব্যবহার হয় তা মুলত ডিস্টিল ওয়াটার। অর্থাৎ H2O ছাড়া অন্য কোন উপাদান নাই। আমাদের ব্যবহারের পানিতে কিন্তু অনেক ধাতন লবন থাকে, ময়লা থাকে এক কথা আয়ন থাকে কিন্তু ডিস্টিল ওয়াটারে থাকেনা। অপর দিকে বেশ কিছুদিন ব্যাটারি চলার পর যদি এমন মনে হয় যে সামান্য একটু ডাউন হয়েছে হয়ত। আগের মত চার্জ থাকেনা। এই ধরনের ব্যাটারী সামান্য সালফিউরিক এসিড মিশ্রিত পানি ব্যবহার করা হয়। কারন এই এসিড চার্জ সিস্টেমে ব্যবহার হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ