শেয়ার করুন বন্ধুর সাথে
Ronu

Call
যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষাট নয়, তাক শিখতে কষ্ট হয়। চেষ্টা করলে, সব সম্ভব। তবে বই না পড়ে ইংরেজি শেখা কঠিন। এ জন্য যা যা করতে হবে।
▪একজন ভালো বন্ধু নির্বাচন করুন আর তার সাথে ইংরেজিতে কথা বলতে শুরু করুন।
▪ইংরেজি সংবাদ পত্র পড়তে পারেন।
▪ফেসবুকে Search English গ্রুপে এড হোন।
▪নিজে নিজে প্রতিটি কথা বলতে ইংরেজিতে বলতে চেষ্টা করুন।
▪"play store" থেকে ইংরেজি ভাষার সাথে সম্পর্ক যুক্ত এমন অ্যাপ ডাউনলোড করে নিন।
▪ইউটিউব এ বা টিভিতে ইংলিশ মুভি দেখতে পারেন। বিভিন্ন ইংরেজি কার্টুন দেখতে পারেন।
▪যে কোনো বিষয় নিয়ে খাতায় লিখার চেষ্টা করুন লিখা শেষ হলে তা বার বার বলার চেষ্টা করুন।
▪আয়নার সামনে গিয়ে ইংরেজিতে একা একা কথা বলুন।
▪পরিবারের সদস্যদের সাথেও প্রয়োজনে ইংরেজীতে কথা বলুন এবং কি বলেছেন জানতে চাইলে তাদেরকে মানে বুঝিয়ে দিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বই না পড়ে ইংরেজি শিক্ষা কঠিন |কিন্তু সম্ভব ! কারন আমরা হিন্দি মোভি দেখে যেমন হিন্দি বলতে পারি |সেইরুপ যত পারেন ইংরেজি মোভি দেখেন | তাইলে ধীরে ধীরে ইংরেজি বলতে পারবেন | আর google translate অ্যাপসটা প্লে স্টোর থেকে নামিয়ে যে বাক্যের ইংরেজি শিখতে চান সার্চ দিন *

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি প্লে স্টোর থেকে ঃ Hello English অ্যাপ টি ডাউনলোড করে নিন। এই অ্যাপ এর মাধ্যমে আপনি ইংরেজি শিখতে পারবেন একদম শুরু থেকে। 

ইউটিউব এঃ Shaif Khan নামক একটি চ্যানেল আছে  সেটা সাস্ক্রাইব করুন । সেখান থেকে ও ইংরেজি শিখতে পারবেন অনায়াসে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যেহেতু বই না পড়ে ইংরেজি শিখতে চান সেহেতু আপনি ইউটিউব চ্যানেল Technical English Learning Home এ ইংরেজি শিখতে পারেন অথবা Hello English অথবা Enguru অ্যাপ্স দিয়ে ইংরেজি শিখতে পারবেন। সফ্টওয়্যার দুটি খুবই ভালো ইংরেজি শেখার জন্য

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ