Mdmijankahn

Call

জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সলাত আদায় করে সূর্য ভালোভাবে উদয় না হওয়া পর্যন্ত নিজের স্থানেই চারজানু হয়ে বসে থাকতেন।  মিশকাত শরীফ। হাদিস নম্বর 4715 জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে ফজরের সলাত আদায় করতেন সূর্য পূর্ণরূপে উদয় না হওয়া পর্যন্ত ঐ স্থান হতে উঠতেন না। সূর্য উদয় হলে উঠে দাঁড়াতেন। আর ইত্যবসরে কথাবার্তা বলতেন এবং জাহিলিয়্যাত যুগের কাজ-কারবারের আলোচনা করে সহাবায়ে কিরাম হাসতেন এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও মুচকি হাসতেন। মিশকাত শরীফ। হাদিস নম্বর4747 উল্লেখিত হাদীস দ্বারা বুঝা যায়,নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীরা ফজরের পর  সূর্য পূর্ণরূপে উদয় পর্যন্ত নিজ নিজ জায়গায় বসে থাকতেন।বসা অবস্থায় যিকির বা অন্য কোন কথাবার্তা বলতেন । তবে নিজ স্থানে বসা অবস্থায়। অতএব উত্তম হবে ফজরের নামাজের পর নিজ স্থানে বসে কোরআন তেলাওয়াত করে ইশরাক পড়ে নেওয়া। ...... আল্লাহ সর্বজ্ঞ....।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ