Call

P অর্থাৎ ফসফরাস  এর পারমানবিক সংখ্যা ১৫।

অামরা জানি,কোন মৌলের ইলেকট্রোন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের মোট বিজোড় ইলেকট্রোন সংখ্যাকে ঐ মৌলের যোজনী বলে।


সাধারন অবস্থায় P এর ইলেকট্রোন বিন্যাসঃ

P15= 1S^2 2S^2 2P^6 3S^2 3P^3


এখানে P এর সর্বশেষ কক্ষপথে ৫ টি বিজোড় ইলেকট্রোন অাছে তাই এর যোজনী ৫।



অাবার, উত্তেজিত অবস্থায় P এর ইলেকট্রোন বিন্যাসঃ

P15* = 1S^2 2S^2 2P^6 3S^2 3Px^1 3Py^1 3Pz^1


উত্তেজিত অবস্থায় P এর সর্বশেষ কক্ষপথে ৩ টি বিজোড় ইলেকট্রোন অাছে তাই এর যোজনী ৩।


তাই বলা যায় P (ফসফরাস) কখনো ৩ ,অাবার কখনো ৫ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।






Talk Doctor Online in Bissoy App