আসসালামু আলাইকুম। NH4OH(অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড) এ এইখানে (4) কি যোজনী ? আর যোজনী জিনিস টা একটু সহজ করে বুঝিয়ে বলুন ।
Share with your friends
Call
এখানে 4 যোজনী নয়।

যোজনীঃ-একটি মৌলের অপর একটি মৌলের সাথে যুক্ত হবার সামর্থকে তার যোজ্যতা বা যোজনী বলে।

NH4 এ ৪ টি H পরমানু ও ১ টি N পরমাণু মিলে একটি অ্যামোনিয়াম অণু গঠিত হয়েছে।

এখানে NH4 ও OH উভয়'ই একযোজী।
Talk Doctor Online in Bissoy App