Waruf

Call

আপনি কোন সমস্যার কথা বলেননি।  পিসিতে বিল্ট ইন সাউন্ড ডিভাইস থাকে তাই বক্স এর পিনটি পিসির সাথে সাউন্ড আউট পোর্টে লাগালে সাউন্ড হবে। যদি না হয় তবে সাউন্ড ড্রাইভার ইনস্টল করুন তাহলে হবে। আর ইউএসবি পোর্টে সরাসরি  সাউন্ডবক্স লাগালে বাজবেনা। ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিজ বাস। এখানে একই পোর্ট ব্যবহার করে বহু কাজ করা যায়।  একারনে যে কাজ করতে চান সেই কাজের উপযোগী ডিভাইস লাগাতে হবে। যদি সাউন্ড বক্স লাগাতে চান তবে অবশ্যই ইউএসবি সাউন্ড কার্ড লাগাতে হবে। ইউএসবি সাউন্ড কার্ড দাম কম, ৮০-১০০টাকায় পাবেন। এটি লাগালে এই কার্ডের পোর্টে বক্স লাগালে সাউন্ড হবে।

Talk Doctor Online in Bissoy App