TARATARI

Call

আপনি ভালো কোনো কম্পানির (samsung, nokia, ইত্যাদি) শোরোমে গিয়ে অবশ্যই একটি ভালো হেডফোন পাবেন। শোরুমে সাধারনত ভালো হেডফোন বা কম্পানির আসল হেডফোন বিক্রি করা হয়। ধন্যবা।        

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
আপনি কম্পিউটার বা ল্যাপটপ মার্কেট বা দোকান থেকে কম্পিউটার বা ল্যাপটপের জন্য usb বা usb speaker হেডফোন ক্রয় করতে পারেন। বাজারে স্যামসং, তসিবা, প্যানাসনিক ছাড়াও আরো ভালো কোম্পানির হেডফোন সহ বিভিন্ন চাইনিজ কোম্পানির এসকল পণ্য কিনতে পারবেন। নিম্ন ৫শত থেকে কিনতে পারবেন।

একটি পিকচার দেখুনঃ- image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বাজারে আপনি অনেক রকম দামের ভাল ব্র্যান্ডের হেডফোন পাবেন যেগুলো ল্যাপটপের জন্য ভাল কাজ করবে। তবে হেডফোন কেনার সময় আমরা সচরাচর যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি কে বেশি গুরুত্ব দিয়ে কানের জন্য আরামদায়ক হয় এমন হেডফোন কিনিনা। তবে এটা খুব গুরুত্বপূর্ণ কারন অনেক হেডফোন কানে কিছুক্ষণ লাগানো থাকলে কান ব্যথা করা শুরু করে। তাই কানের জন্য আরামদায়ক ও ভাল সাউন্ড কোয়ালিটি সম্পন্ন হেডফোন কেনাই ভাল। তবে সেক্ষেত্রে আপনাকে একটু বেশি দাম দিয়েই কিনতে হবে, মিনিমাম ৮০০ টাকা থেকে আপনি দেখতে পারেন। এখানে আপনি সবরকম দামের হেডফোন পাবেনঃ https://www.startech.com.bd/accessories/headphone

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ