শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যেসব জায়গায় সালাম দেয়া নিষেধ, তাহলোঃ

  1. ইহুদীদেরকে সালাম দেয়া যাবে না। তাদেরকে السلام علی من اتبع الهدی বলতে হবে। 
  2. অমুসলিমকে।
  3. পবিত্র কুরআন তেলাওয়াতের সময়।
  4. ইমামের খুৎবা প্রদানের সময়।
  5. খাবারের সময়। 
  6. পেশাব ও পায়খানা বা মল ত্যাগের সময়। 
  7. অপরিচিত যুবতী মহিলাদেরকে (যদি ফেৎনার আশঙ্কা থাকে)।
  8. গায়রে মুহরিম মহিলাদেরকে।
  9. অযু রত অবস্থায়। 
  10. মুয়াজ্জিনকে আজান ও ইকামত দানরত অবস্থায়৷ 
  11. নামাজে রত থাকলে। 
  12. ঘুমন্ত ব্যক্তিকে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ