এর অর্থ কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

এভাবে সালাম দেওয়া খুবই নিন্দনীয়।  

সালাম দেওয়া হয় শান্তি বর্ষিত হোক এরকম উদ্দেশ্যে

আর সওয়াবের আশায়। 

ওভাবে সালাম দিলে শান্তি তো বর্ষণের বিনিময় হবে না

বরং পাপ হবে।


বর্তমানে বেশির ভাগ লোকই সঠিক ভাবে সালাম উচ্চরিত

করে বলে না, ভুল উচ্চারিত করতে করতে অভ্যাস করে

নিয়েছে।

এমনটা হয়েছে মুলত অজ্ঞতা/ আরবি ভাষা না জানায়, 

সঠিক ইসলামিক জ্ঞান না থাকায় এবং দ্রুত ভাবে শর্টকার্ট

করে বলার জন্য। আমাদের সকলেরই সঠিক ভাবে 

সালাম দিতে হবে।


একজন মুসলমান হয়ে  সালাম বিকৃতি বা সঠিক ভাবে 

সালাম না দিতে পারাটা খুবই দুঃখজনক। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ