অবচয়ের জন্য সরাসরি অর্থ ব্যয় করতে হয় না।অবচয় ব্যয় বাবদ প্রতি বছর নিট মুনাফা হতে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করে রাখা হয়,তাকে পুঞ্জিভূত অবচয় বলে।অন্যভাবে বলা যায়,পুঞ্জিভূত অবচয় একটি বিপরীত সম্পত্তি।সম্পত্তির মূল্যকে সাময়িক ভাবে কমানোর জন্য যে হিসাব ব্যবহৃত হয়,তাকে বিপরীত সম্পত্তি বলে।পুঞ্জিভূত অবচয়কে অবচয় হিসাবের বিপরীতে চার্জ করা হয়।যেমন কোনো একটি প্রতিষ্ঠানে প্রতি ১ বছরে অবচয় হয় ৫,০০০ টাকা।তাহলে,এর জাবেদা হবে:

অবচয় হিসাব-----ডেবিট-----৫,০০০/-

পুঞ্জিভূত অবচয় হিসাব----ক্রেডিট----৫,০০০/-

বাকি থাকা টাকা পাওনাদারকে সম্পূর্ণ পরিশোধ করে দেওয়া হলো পূর্ণনিষ্পত্তি।যেমন রহিম করিমকে ৫,০০০ টাকা দেওয়ার পূর্ণনিষ্পত্তি শর্তে ৪,৮০০ টাকা দিল।এখানে,রহিম করিমকে বাকি থাকা টাকা সম্পূর্ণ পরিশোধ করবে বলেছিল,যার কারণে তাকে করিম ২০০ টাকা ডিসকাউন্ট দিয়েছে।অর্থ্যাৎ,বাকি টাকা সম্পূর্ণ পরিশোধ করা হলো এখানে পূর্ণনিষ্পত্তি।

পুঞ্জিভূত অবচয় যন্ত্রপাতি এটা বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয় তে কেন আসলো না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ