শেয়ার করুন বন্ধুর সাথে

অবচয় তহবিলের আরেক নাম প্রতিপূরক তহবিল।প্রতি বছর সম্পদের যত % হারে অবচয় ধরা হয়,ঐ % যুক্ত অবচয়ের টাকা প্রতি বছর আলাদা করে একটি তহবিল গঠন করা হয়,ঐ তহবিলকে অবচয় তহবিল বলে।সম্পদের মোট অবচয় তহবিল দিয়ে নতুন আরেকটি সম্পদ কেনা যায়। অবচয় তহবিল একটি নগদ লেনদেন।কারণ,নগদ টাকা সরাসরি অবচয় তহবিলে আসে এবং ব্যবসা থেকে চলে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ