শেয়ার করুন বন্ধুর সাথে

হিসাববিজ্ঞানে অবচয় সঞ্চিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়।অবচয় সঞ্চিতি সম্পর্কে জানতে হলে আগে অবচয় সম্পর্কে জানতে হবে।যেকোনো ধরনের সম্পদ যেমন দালানকোঠা,আসবাবপত্র ইত্যাদি ব্যবহার করার ফলে সম্পদের মূল্য অল্প অল্প করে কমতে থাকে।যা একটি ব্যবসায়ের জন্য ব্যয়।সম্পদের এই মূল্য কমাকে অবচয় বলে। আর কোনো প্রতিষ্ঠানের নিট লাভ থেকে যে অংশ সরিয়ে রাখা হয়,তাকে সঞ্চিতি বলে।সুতরাং,প্রতিষ্ঠান যেন ভবিষ্যতে আর্থিক ক্ষতির মধ্যে না পড়ে,তাই অবচয় ব্যয়ের বিরুদ্ধে নিট লাভের কিছু অংশ সরিয়ে রাখা হয়,যাকে অবচয় সঞ্চিতি বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ