শেয়ার করুন বন্ধুর সাথে

ইংরেজ শাসন-শোষণ থেকে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তিতুমীর কৃষক সম্প্রদায়কে সংগঠিত করে তোলেন। তিনি নীলকর ও জমিদারদের বিরুদ্ধে অস্ত্রধারণের জন্য বাংলার জনগণকে উৎসাহিত করেন। জমিদার তিতুমীরের সমর্থকদের বাড়িঘর পুড়িয়ে দেন। সরকারের কাছে প্রতিকার চেয়ে তিতুমীর ব্যর্থ হন। এরপর তিনি প্রত্যক্ষভাবে অস্ত্রধারণ করেন এবং বারাসাতে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি চব্বিশ পরগনার কিছু অংশ, নদীয়া ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে এক স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। তাঁকে দমনের জন্য বারাসাতের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনী প্রেরণ করা হয়। এ বাহিনী তাঁর হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। এটিই ইতিহাসে ‘বারাসাত বিদ্রোহ’ নামে পরিচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ