Call

বাংলা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে।এর শাব্দিক অর্থ "শব্দ বর্গ"। বাংলা ব্যাকরণে পাঁচটা পদে শব্দদের ভাগ করা হয়। এগুলো হলো - 1.বিশেষ্য-(পদ দ্বারা কোনো যে সমস্ত ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য বলে। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। যেমন: নুর হোসাইন, বাংলাদেশ, ঢাকা ইত্যাদি।) 2.বিশেষণ(যে পদ দারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বলে।যেমন,ভালো,মন্দ,জ্ঞানী ইত্যাদি) 3.সর্বনাম(যেসকল পদ বিশেষ্যের বা নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে।যেমন: সে,আমি,তুমি ইত্যাদি) 4.অব্যয়-( যে পদে বাক্যের মধ্যে ব্যবহারের সময় যে পদের কোনো পরিবর্তন ঘটে না তাকে অব্যয় পদ বলে।যেমন,কিন্তু,যদি,এবং,ও ইত্যাদি) 5.ক্রিয়া(যে পদ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়া পদ বলে।যেমন: করা,পড়া,লেখা, খাওয়া ইত্যাদি।)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বাক্যে ব্যবহৃত বিভক্তযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। এক কথায় বলা যায়, বাক্যে ব্যবহৃত প্রত্যকটি শব্দই একেকটি পদ। যেমন – মানুষ, তাঁরা, জন্য, আকাশ ইত্যাদি।

বিস্তারিতঃ পদ কাকে বলে? পদ কত প্রকার ও কি কি?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ