আমার স্ত্রীর ২৩ এ নভেম্বর মাসিক হয়। আমরা সেক্স করি ৯ই ডিসেম্বর এবং কনডম ব্যবহার করি। এবং কনডম এর মধ্যে ও বীর‍্য পরেনি। সেই দিন বীর‍্য বার হয়নি।  কিন্তু এই মাসের ২৩ তারিখ এ মাসিকের ডেট ছিল আজ ২৭ তারিখ এখনো মাসিক হয়নি। তবে স্ত্রী বলছে ২ দিন পেট যন্ত্রনা করছে। কিন্তু মাসিক হচ্ছে না কেন? 
শেয়ার করুন বন্ধুর সাথে

বিভিন্ন সমস্যার কারণে মাসিকের সময় পিছিয়ে যেতে পারে। যেহেতু এখন তলপেটে ব্যথা অনুভব হচ্ছে। আর নির্দিষ্ট তারিখ ছিল ৪ দিন আগে। তাই অপেক্ষা করুন হয়তোবা অতি তাড়াতাড়ি মাসিক হয়ে যাবে। যদি না হয়, তবে ১ জন গাইনী ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

যেহেতু সহবাস করেছেন কনডম ব্যবহার করে সে ক্ষেত্রে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই।আর মাসিক পিছিয়ে যেতে পারে শরীরের রক্তশুন্যতা ও শরীর দুর্বল,মানুসিক দুশ্চিন্তা,  অথবা যৌনি সংক্রান্ত ইনফেকশন জনিত সমস্যার কারনেও মাসিক পিছিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে আপনি ২/১ দিন অপেক্ষা করুন মাসিক হবে । আর সাধারণত মাসিক হওয়ার সময় বা ২/১ দিন আগে পেট ব্যথা করতে পারে সেক্ষেত্রে হালকা গরম পানি বোতলে ভরে পেটে ছ্যঁক দিন আরাম পাবেন। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ