শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আরবীতে المسيح শব্দের অর্থ হল - স্পর্শকারী বা পরিভ্রমণকারী। হযরত ঈসা (আঃ) অন্ধ ও কুষ্ঠ রোগীদের চোখে ও শরীরে হাত স্পর্শ করলেই রোগ সম্পূর্ণ ভালো হয়ে যেত। এ কারণেই তাকে المسيح বা স্পর্শকারী বলা হয়েছে। অথবা, المسيح শব্দের অর্থ পরিভ্রমণকারী, যেহেতু তিনি সকল এলাকায় ঘুরে ঘুরে দাওয়াতী কাজ করতেন, এজন্য তাকে المسيح বলা হয়েছে। উল্লেখ্য যে, শুধু মসীহ নয়, আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে তাকে আরো অনেক নামে ডেকেছেন। যেমনঃ (عيسی) নামে ২৬ বার, (ابن مريم) নামে ২৩ বার, (مسيح) নামে ১১ বার, (عبد الله) নামে ২ বার (كلمته) নামে ১ বার, এবং (روح الله) নামে ১ বার ডেকেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ