Mb থাকলে সবই চলতেছে কিন্তু Mb শেষ হয়ে গেলে যেসব আপস ফ্রী ব্যবহার করতাম যেমন Freebasics..messenger...mygp.flexiplan. কিছুই ব্যবহার করতে পারছি না । এমনকি ব্রাউজার দিয়েও ফ্রী ফেসবুকে ঢুকতে  পারছি না । শাওমি রেডমি ৫ ব্যবহার করি । ফোন রিসেট দিছি হার্ট রিসেট ও দিছি কিন্তু কোনো ফল পাইনি । প্লিজ হেল্পimage


Share with your friends

ফেসবুক থেকে free basic এর পেইজে গিয়ে দেখুন free basic এর লিংক আছে। তাতে ক্লিক করার পর- ফেসবুক, মেসেন্জার, এগুলো ফ্রি ব্রাউজ করতে পারবেন। ( সমস্যার সমাধান হলে জানাতে ভূলবেন না )

Talk Doctor Online in Bissoy App
Call

এরকম সমস্যার জন্য আপনি আপনার হ্যান্ডসেটটিতে  GP সিমে অফিসিয়াল সেটিংস করে নিবেন এর জন্য ডায়াল করবেন *১২১*৩**১#  তারপর রিস্টার্ট করে দেখবেন। আর আপনার নেটওয়ার্ক Auto করা থাকলে তা চেঞ্জ করে 3G (যদি সিমটি 3G হয়ে থাকে)/4G (যদি সিমটি 4G হয়ে থাকে) করে নিন।  আশা করি সমস্যাটা ঠিক হয়ে যাবে। 

Talk Doctor Online in Bissoy App

আমার মনে হয় আপনি যে ব্রাউজারটি ব্যবহার করছেন সেটি তে কোন সমস্যা হচ্ছে আপনি ব্রাউজারটি পরিবর্তন করে দেখুন হয়তো সমস্যা সমাধান হতে পারে..

Talk Doctor Online in Bissoy App