শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অজু ছাড়া নামাজ হয় না।তাই নামাজের আগে অজু করতে হবে।অজু করলে শরীরে ভালো লাগে।হাত পায়ের ময়লা দূর হয়।এতে অনেক উপকার হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নামাযের আগে ওযু করার উপকারিতাগুলি হলো নিম্নরূপ :-

  1. ওযু ছাড়া নামায হয় না তাই আমরা ওযু করি
  2. ওযু করলে আমাদের বিভিন্ন অঙ্গ ধৌত হয়
  3. ওযু করলে আমাদের রক্তপ্রবাহ বৃদ্ধি পায়
  • সর্বোপরি ওযু করলে আমাদের বলিরেখা হ্রাস পায় 

                             ধন্যবাদ -------------
        MY NAME IS  - AMER MALLICK

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অজু হল দেহের অঙ্গ-প্রতঙ্গ ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জনের একটি পন্থা। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন - “নিশ্চয়ই আল্লাহ্‌ তওবাকারীকে পছন্দ করেন এবং যাহারা পবিত্র থাকে তহাদিগকেও পছন্দ করেন। (সূরা বাক্বারাহ,আয়াত: ২২২)। এছাড়াও, কুরআন শরীফ পড়তে ও স্পর্শ করতেও অযু করতে হয়। পবিত্র কোরানে আছে - “যাহারা পূত-পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করো না। (সূরা ওয়াক্কিয়াহ্‌, আয়াত: ৭৯)। দেহ ও পরিধেয় কাপড়ের পবিত্রতা আর্জনকে বলে তাহারাত্‌। অযু বা গোসলের মাধ্যমে তাহারাত্‌ আর্জন করা যায়। হযরত মুহাম্মদ (সঃ) বলেন - “পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অর্ধেক।“ (সহীহ মুসলিম)। এছাড়াও, অযুর প্রধান উপকারিতা হল সালাত কবুল। কেননা, এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে, "উসামাহ ইব্‌ন উমায়র (রাঃ) হতে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সঃ)-কে আমি বলতে শুনেছি যে আল্লাহ্‌ তায়ালা পবিত্রতা (তাহারাত) ছাড়া সালাত কবূল করেন না এবং খিয়ানতের (আত্মসাৎ, প্রতারনা, চুরি ইত্যাদির) মাল থেকেও সাদাকা কবূল করেন না। (সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২৫২৪)। তাই পরিশেষে বলা যায় যে, নানাবিধ থেকে অযুর গুরুত্ব ও উপকারিতা অনেক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ