বেশিরভাগ দম্পতিই জানতে চান স্বামী -স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়।  রক্তের গ্রুপ একই হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয়? প্রায় প্রতিদিন এই প্রশ্নটা অহরহ শুনে থাকেন চিকিৎসকরা। এই প্রশ্নের উত্তর জানিয়েছেন সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের গাইনি কনসালটেন্ট বেদৌরা শারমিন।


স্বামী -স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না বলে জানিয়েছেন সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের গাইনি কনসালটেন্ট বেদৌরা শারমিন।


বেদৌরা শারমিন বলেন, অনেক দম্পতি আমাদের কাছে জানতে চান স্বামী -স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়। রক্তের গ্রুপ একই হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয়? প্রায় প্রতিদিন এই প্রশ্নটা আমি রোগীদের কাছে শুনে থাকি। রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না।


তথ্যসূত্রঃ যুগান্তর

Talk Doctor Online in Bissoy App
Call

না কোন প্রকার সমস্যা হয় না।

Talk Doctor Online in Bissoy App
Call

আমাদের রক্তের গ্রুপ পজিটিভ ও নেগেটিভ আকারে থাকে।

পজিটিভ + পজিটিভ = কোন সমস্যা নেই।

পজিটিভ + নেগেটিভ  = একটু সমস্যা।

তবে, পজিটিভ + নেগেটিভ যে সবার ই জন্য ক্ষতিকর হবে তা নয়।

মাঝেমাঝে কারোর ক্ষতি হতে পারে।

যেমন, কারোর সন্তানের কিছু রোগ হতে পারে যা সহজে নিরাময়যোগ্য নয়। 


Talk Doctor Online in Bissoy App