Jamiar

Call

ফোন ডাটা রিসেট দিলে মেমোরি থেকে কোন ফাইল ডিলিট হবে না। আর যদি ডিলিট করে ফেলেন তাহলে আর ফিরত পাবেন না। আসলে সাধারণত মানের এনড্রয়েড ফোন গুলোতে মেমোরি লাগা থাকা অবস্থায় ফোন টি ডাটা রিসেট দিলেতা অন হওয়ার সময় লাগানো থাকা মেমোরি টি সেই ডিভাইস টি গ্রহন করে না।মেমোরি ফরমেট না করা পর্যন্ত। আর ঐ অবস্থায় মেমোরি ফরমেট দিলে আর কোন ফাইল ফিরত পাবেন না ঐ মেমোরির। আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সময়

Call

Factory reset দেয়ার সময় আপনার কাছে জানতে চাওয়া হয় মেমোরি কার্ডের ফাইল ডিলিট করতে চান কিনা, যদি আপনি সেটিতে ক্লিক করে থাকেন তাহলে সব ডিলিট হয়ে যাবে আর যদি না করে থাকেন তাহলে শুধু মোবাইলে থাকা অংশ টা ডিলিট হবে। ডিলিট হয়ে গেলে আপনি সেটা পেতে কিছু সফটওয়্যার এর সাহায্য নিতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি এলিফ্যান্ট রোড বা আগার গাঁ তে এসে যোগাযোগ করেন। ওখানে আপনি টাকার বিনিময়ে ডাটা রিকভারি করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ