আমার জানা মতে যে ছাত্র প্রথম ssc দিচ্ছে তার পরিক্ষা দেওয়া বা না দেওয়া স্যারের হাতে থাকে বা এমন পাওয়ার থাকে।এখন কোনো ছাত্র আগের বছর পরিক্ষা দিয়ে ফেল করার পর আবার পরিক্ষা দিতে চাই।কিন্তুু স্যার তারে পরিক্ষা দিতে দেবেনা এমন বলে।এখন আমার প্রশ্ন স্যারের কি কোনো পাওয়ার আছে যে কেজুয়ালের পরিক্ষা আটকাবে।যদি থাকে তবে ছেলেটার কি করণীয়।যে জানেন সেই উত্তর দেবেন আশা করি।
Share with your friends

হ৽া স৽ার তার নিজের স্বা৿থের জন৽ এমনটি করতে পারে! তবে এজন৽ আপনি স্কুলের ক৿তব৽রত কমিটির কাছে ব৽াপরটি বলতে পারেন! অথবা স৽ারের সাথে কথা বলে তার ইচ্ছার কথা জানতে পারেন, সে কেন এমন করছে!

Talk Doctor Online in Bissoy App

এমন কোন ক্ষমতা নেই শিক্ষকের কাছে। তবে প্রধান শিক্ষক নানা কারণ দেখিয়ে কারো পরিক্ষা দেওয়া আটকিয়ে রাখতে পারেন। শিক্ষককে ভালোভাবে বললে উনি কখনও কোন ছাত্রের পরিক্ষা দেওয়া আটকিয়ে রাখবেন না। উপযুক্ত হলে অবশ্যই পরিক্ষা দিতে পারবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আমার মনে হয় স্যার ভয় দেখিয়েছে। স্যার এর কিছু করার ক্ষমতা নাই। স্যার কোন ভাবেই কোন ছাত্র ছাত্রী কে পরীক্ষা দেওয়া থেকে বিরত রাখতে পারে না।

Talk Doctor Online in Bissoy App
Call

না এমন কোন পাওয়ার নেই।যদি এমন করে তাহলে দুদকের সাহায্য নিতে হবে।

Talk Doctor Online in Bissoy App