Call

অনেক সময় আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন যে বান্দা বিপদের সময় ধৈর্য্য ধারণ করে কিনা এবং আল্লাহকে স্মরণ করে কিনা।যেমনটা তিনি করেছিলেন  হযরত ইবরাহিম আঃ এর বেলায়। তিনি ছিলেন ধৈর্যের মূর্ত প্রতিক।  তাই আপনি ধৈর্য্য ধারণ করুন এবং বিপদে আল্লাহকে স্মরণ করুন। হয়তোবা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন।আর যদি এখন আপনার দোয়া কবুল না হয় তাহলে আখিরাতে এর পরিবর্তে ফল পাবেন। আর এই ফল এত উচ্চ মানের হবে যে,যাদের দোয়া দুনিয়াতে কবুল হয় নায় তারা সকলেই বলবে যে,"ঈস দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো।"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমেই বলে রাখি, আল্লাহ আমাদের মালিক,আর আমরা তার গোলাম।আমরা মালিকের কাছে চাইলাম তিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন।এতে মন খারাপ করার কিছু নেই।আর পাপকাজে দোয়া করাটা হারাম।তবে যদি পাপকাজ সমন্ধে দোয়া করেন তাহলে কবুল হবেনা।আর আপনার দোয়ার উল্টাটা হচ্ছে, এর কারণ এও হতে পারে যে আপনি যেগুলি দোয়া করছেন সেগুলি যদি আল্লাহ কবুল করেন, তাহলে হয়ত আপনি বিপদে পড়তে পারেন।কেনোনা আল্লাহ তার বান্দার অকল্যাণ চায়না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ