ফেইসবুকের সবকিছুতেই একটা সীমা রয়েছে। মেম্বার এড করার ক্ষেত্রেও একটা সীমা রয়েছে। সেটা হলো, প্রতিদিন নির্দিষ্ট পরিমান সদস‍্য এড করা যায়। যদি কোনো একজন এডমিন, সেটা ক্রস করার চেষ্টা করেন, তাহলে কোনো সতর্কতা ছাড়াই ফেইসবুক ঐ গ্রুপের সকল এডমিনকে সাময়িকভাবে মেম্বার এড করা থেকে বিরত রাখবে। অর্থাৎ সাময়িকভাবে মেম্বার এড করা যাবে না। তবে নির্দিষ্ট সময় পর আবার মেম্বার এড করা যাবে। মনে রাখবেন, ফেইসবুকে কোনো ব‍্যবহারকারী কোনোকিছুতে লিমিট ক্রস (মাত্রাতিরিক্ত) করলে, ফেইসবুক তাকে ঐ কাজটি থেকে সাময়িকভাবে বিরত রাখে, যাকে বলে You Are Temporary Blocked To ... যতবার আপনি লিমিট ক্রস করবেন, ফেইসবুক ততবারই আপনার সাথে এমনটা করবে।

ফেইসবুকে সীমালঙ্গন করলে, এটা সাময়িক শাস্তি হিসেবে প্রয়োগ করা হয়। টেনশন করার কিছু নেই।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ