লিভারের অবস্থা জানার জন্য কি রক্ত পরীক্ষা ডাক্তাররা দিয়ে থাকেন? এতে কত খরচ হতে পারে? এছাড়া রক্ত পরীক্ষার মাধ্যমে কি একজন ব্যাক্তির শাররিক ও মানসিক উভয় অবস্থা নির্নয় করা যায়?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হা, রক্ত পরীক্ষা দিয়ে থাকেন।

পরীক্ষাগুলো হলো:

 s. Bilirubin,

SGPT,

Ultrasonogram of whole Abdomen( Liver) .

এই ৩ টি টেস্ট হতেই জানা যায়। 

খরচ একেক সেন্টারে একেকরকম। 

আমার জানামতে, উক্ত ৩ টি টেস্টে কমপক্ষে ১৭০০/১৮০০ লাগবে।

.

রক্ত পরীক্ষার মাধ্যমে শারীরিক অবস্থা নির্ণীত হয়, মানসিক অবস্থা নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Faysal99

Call

লিভারের অবস্থা জানার জন্য আপনি AST (SGOT) and ALT (SGPT) & Liver function test (LFT)  এই  blood test  ।আর খরচ এক এক হাসপাতালে এক এক রকম কিন্তু কাছাকাছি 300 ,300 & 900 Ibrahim cardiac hospital ,national heart foundation  ভাই লাস্ট question  এর answer টা বলতে পারি না।।

  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ