আপনার টিভিতে দেখবেন একটা গাট আছে যার নাম USB 1/INPUT 1 সেখানে আপনার ল্যাপটপ কানেক্ট করুন।ল্যাপটবে এমবি বা ওয়াইফাই থাকতে হবে।এরপর ল্যাপটপে গেমিং সিডি ভরুন বা ল্যাপটপে যেসব গেমস আছে তা খেলতে পারবেন।এবার ল্যাপটপে উইনডোতে ক্লিক করুন।।WINDOW 10 হলে একটা অপশন পাবেন নাম উইএসবি সেটাতে ক্লিক করে কানেক্ট করুন এরপর MY COMPUTER এ গিয়ে সিডিতে ক্লিক করে USB বাটনে চাপুন।এরপর টিভিতে INPUT 1 এর পাশে একটা মেসেজ বক্স আসবে তাতে ক্লিক করে কানেক্ট চাপুন এরপর জয়স্টিক বা XBOX কানেক্ট করে খেলুন।আর জয়স্টিক বা XBOX দুটি কিনলে বেশি নয় 800 টাকার মত নিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RyanRyan

Call

এজন্যে আপনার প্রথমে ওয়ারলেস জয়স্টিক বা কোনো গেম কন্ট্রোলার লাগবে(dongle সহ)। বা কিছু অল ইন ওয়ান রিমোট আছে, সেগুলো চলবে। দুজন খেলতে চাইলে দুটো জয়স্টিক লাগবে। তারপর প্রথমে যে গেম খেলতে চান সেটা ডাউনলোড করে নিন, এরপর জয়স্টিকের dongle দুটি টিভির usb পোর্ট এর মধ্যে লাগান। ব্যাস এবার খেলা শুরু করুন। ওয়্যারলেস জয়স্টিক ১১০০ টাকার মতো বা বেশি নিতে পারবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ