Call

SSC ব্যবহারিক খাতার নম্বর নিজেদের স্কুলের ict ক্লাসের শিক্ষক নিজেই দিয়ে থাকেন। তিনি যদি চান তাহলে কোন ব্যবহারিক খাতার প্রয়োজন হবে না। তবে ব্যবহারিক খাতায় অনেক সময় কিছু ছবি অাকতে হয়। অাপনি অাপনার ict শিক্ষকের সাথে যোগাযোগ করুন তিনি বলে দিবে কিভাবে ব্যবহারিক নিবেন তিনি,যদি ছবি দেয় তাহলে অাঁকতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

হ্যা আঁকতে হয়........

Talk Doctor Online in Bissoy App
Call

এসএসসি তে সচরাচর ICT ব্যবহারিক খাতায় কোনো চিত্র আঁকতে হয় না। তবে নিচের ছবির মতো কিছু HTML ট্যাগ ব্যাবহারের নিদর্শন আঁকতে হয় বা তুলে ধরতে হয়। image

Talk Doctor Online in Bissoy App

না ব্যবহারিক খাতাতে ছবি আঁকতে হয়না। ব্যবহারিক খাতার সাথে একটি বই দেয়া থাকে, সেই বই এর এস্যাইমেন্ট লিখা পর তার পরের পৃষ্ঠায় ছবি লাগানোর জন্য একটি পৃষ্ঠা থাকে সেই পৃষ্ঠাতে এস্যাইমেন্ট অনুসারে ছবি কেটে লাগাতে হয় আর ছবিগুলো বই এর শেষ ভাগে থাকে

Talk Doctor Online in Bissoy App

আপনি চাইলে আঁকতে পারেন।কিছু ব্যাহারিক খাতা আছে যেগুলোতে প্রয়োজনীয় চিত্র এলিমেন্ট দেওয়া আছে খাতার শুরুতে সেগুলো কেটে আঠা দিয়ে লাগিয়ে দিলেই হবে।

Talk Doctor Online in Bissoy App