আমি wifi cnctকরে দেখলাম ওনেক নাম এমতাবস্থায় আমি কিভাবে তাদের পাসওয়ার্ড নিয়ে ডুকতে পারব।
Share with your friends
Waruf

Call

কানেক্ট করা হলে গেলেইতো আর কিছুর দরকার হয়না,  নেট চালাতে পারবেন, আপনি মনে হয় কানেক্ট করেননি, ওয়াইফাই আইকনে ক্লিক করেছেন, এখানে আপনার রেঞ্জে থাকা সকল ওয়াইফাই আইডি দেখতে পাচ্ছেন। এখন আপনি যার কাছ থেকে পাসওয়ার্ড নিবেন তার কাছ থেকেই জেনে নিতে হবে তার রাউটারের আইডি নাম কি! কাজেই সেই আইডি নামে ক্লিক করলে কানেক্ট বাটন পাবেন, তাতে ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়া নেক্সট করলে কানেক্ট হবে এবং নেট ব্যবহার করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App