আমি wifi router সম্পর্কে জানতে চাচ্ছি। এটি কি ইন্টারনেট এর মতোই টাকা তুলে প্যাক কিনতে হয় নাকি monthly payment করতে হয়??? যদি monthly payment করতে হয় তাহলে আমি যেরকম MB ব্যবহার করব তার উপর payment করব নাকি নির্দিষ্ট amount আছে থাকলেও কত হতে পারে? আমি কি আনলিমিটেড ব্যবহার করতে পারব? দয়া করে সম্পুর্নটা জানাবেন price সহ।
Share with your friends
Waruf

Call

ওয়াইফাই রাউটার সাধারনত ব্রডব্যান্ড ইন্টারনেট কে ওয়াইফাই করার জন্য । কাজেই  আপনাকে ব্রডব্যান্ড ইন্টারনেট নিতে হবে, আপনার এলাকার সার্ভিস প্রোভাইডাররা কি দামে বিক্রি করছে তা জানিনা তবে সাধারনত ২ এমবিপিএস স্পিডে লিংক ৩ এর প্যাক ১০০০ টাকা। আর হ্যা এটা মাসিক বিল সিস্টেম। তবে কম ব্যবহারের জন্য কম টাকা লাগবে এমন নয়, আপনাকে ১০০০ টাকা দিতে হবে আপনি যত খুশি ব্যবহার করতে পারেন কোন নিষেধ নাই,আনলিমিটেড। আবার ১ জিবি ব্যবহার করলেও একই টাকা দিতে হবে। তবে অন্য কোম্পানির এবং স্পিড কম নিলে মাসিক আরও কম হতে পারে। যেমন ১ এম্বিপিএস স্পিডে ৬০০ টাকাও পেতে পারেন তবে আপনার এলাকায় কোন কোম্পানি আছে তাদের কাছে জিজ্ঞাসা করুন।  আবার, সিম কোম্পানির পকেট রাউটার আছে সে বিষয় আলাদা এবং তা সিমের ডাটা প্যাক কিনে সিম থেকে ব্যবহার করতে হয়। এটি পোর্টেবল রাউটার এবং নাম মাইফাই রাউটার হলেও কিন্তু ওয়াইফাই রাউটার বলতে সাধারন এটিকে বোঝায় না। 

Talk Doctor Online in Bissoy App