Porimolray

Call

চিত্র আকার নিয়ম পেন্সিল দিয়ে আকা। আর সেই চিত্র কলম দিয়ে আকলে মার্ক না পাওয়াটাই স্বাভাবিক।তবে মাষ্টার যদি দয়া করে মার্ক দেন অথাৎ তিনি মার্ক দিতেও পারে নাও পারে।এটা তার উপর নির্ভরশীল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

হ্যা নাম্বার দেবে বটে কিন্তু কলম দিয়া ছবি আকলে তা গাঢ় কাল হয় ও কালি ছড়িয়ে অপরিষ্কার হয়ে যায় বলে কোন কোন শিক্ষক নাম্বার কাটে। তাছাড়া ভুল হলে কলমের দাগ মুছতে পারবেন না বলে চিত্র যথাযথ নয় ধরে নাম্বার কেটে নিবে, তবে একেবারেই সব কাটবেনা, যেমন ৫ নাম্বারের প্রশ্নে সুন্দর ও সঠিক চিত্রের জন্যই ২ মার্ক দেয়, কাজেই এই দুই এর ভেতর হয়ত ১ পাবেন। তবে সঠিক ও পরিষ্কার চিত্র হলে শুধু কলমের দাগের জন্য নাম্বার কাটবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ