আমার বউ কে ইনকম ২ টা খাওয়ানো হইছেlএকটা খাওয়ার পরে আবার ২ দিন পরে আর একটা খেয়ে ফেলছে। এখন তার মাসিক এক ফোটা ২ ফোটা হতো  এখন আবার হইতাছে না সকাল এ একটু চাক্কা বেলাড পরছিলো হালকা কিন্তু তার তল পেট অনেক বেথা জালাপোরা করে কি করা জায় এখন????????? বয়স ২০  ২-৩ দিন ধরে এই অবস্থা
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

অনিরাপদ সহবাসের ৭২ ঘণ্টার মধ্যে একটি ইমকন-১ পিল খাওয়াই যথেষ্ট । আর যেহেতু সে দুই দিন পর আর একটি খেয়েছেন তাই পার্শ্বপ্রতিক্রিয়া    দেখা দিতে পারে । আর তল পেট ব্যথা ও জালাপোড়া করার কারন হলো পিল এর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাব। তবে আরো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া জেনে রাখুন

  1. যেমন:- যাদের নিয়মিত মাসিক তাদের মাসিক অনিয়মিত করে। 
  2. সেই সাথে কারো ক্ষেত্রে বমিভাব ,
  3. পেটে ব্যথা ,মাথা ব্যথা,মাথা ঘোরা, 
  4. বমি, বমি বমি ভাব, পেটে মোচড় দেওয়া, 
  5. মাসিকে অনিয়ম, স্তন অস্বস্তি, 
  6. মাসিকে অধিক রক্তক্ষরন, দুর্বল লাগা, 
  7. কারো কারো ক্ষেত্রে মাসিক দুই সপ্তাহ ও পিছাতে পারে, কারো আগেও হয়ে যায়। তবে এই সব গুলো উপসর্গ সবার ক্ষেত্রে দেখা দেয়না।
 উপরোক্ত পার্শ্বপ্রতিক্রিয়া গুলো অধিক হারে দেখা দিলে প্লিজ গাইনি ডাক্তার এর কাছে পরামর্শ নিবেন। আর এই ইমার্জেন্সি পিল গুলো অতিরিক্ত সেবন করবেন না। এতে শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলবে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ