Jamiar

Call

আসলে সেক্স করার ৭২ ঘন্টার পর ইমার্জেন্সি আইপিল খাওয়ালেই যথেষ্ট আর যেহেতু আপনি সেক্স করার ১৩ ঘন্টা পর একটা আইপিল,  খাওয়াইছেন এতে প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা নেই আর হাল্কা বমির হচ্ছে পিল খাওয়ার পার্শ্বপ্রতিক্রয়ার জন্য।

আর ঐ অবস্থায়  ৬ দিন পর একটা পিউলি খাওয়াইছেন  এতে আরো বেশি পার্শ্বপ্রতিক্রয়া দেখা দিতে পারে। আর এই পিউলি খাওয়া টা আপনার কোন দরকারই ছিলো না। 
তবে যাই হউক সেক্স করার ৭২ ঘন্টার মধ্যে  ইমার্জেন্সি পিল খাওয়াইলে  নিচের দেওয়া পার্শ্বপ্রতিক্রিয়া গুলো দেখা দিতে পারে সেমন:-
 যেমন:- যাদের নিয়মিত মাসিক তাদের মাসিক অনিয়মিত করে। সেইসাথে কারো ক্ষেত্রে বমিভাব ,পেটে ব্যথা ,মাথা ব্যথা,মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব, পেটে মোচড় দেওয়া, মাসিকে অনিয়ম, স্তন অস্বস্তি, মাসিকে অধিক রক্তক্ষরন, দুর্বল লাগা, কারো কারো ক্ষেত্রে মাসিক দুই সপ্তাহ ও পিছাতে পারে, কারো আগেও হয়ে যায়। তবে এই সব গুলো উপসর্গ সবার ক্ষেত্রে দেখা দেয়না।
**আরো কিছু বলার থাকলে মন্তব্য করুন**
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ