Jamiar

Call

না। প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। আই পিল খাওয়ার কারনে। ঐ পিলের পার্শ্বপ্রতিক্রিয়া হলো বমি বমি ভাব, মাথা ব্যথা, পেট ব্যথা । আপনার বমি হওয়ার কারন হলো আই পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাব।   তাই একটা  আই পিল খাওয়াই যথেষ্ট ছিলো।

 আপনি ভুল করেছেন ৬ দিন পর আর একটি পিউলি পিল খাওয়ায়।যেহেতু  পিউলি পিল খেয়েই ফেলেছেন তাহলে এই পিউলি পিলের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো প্রভাব ফেলতে পারে সে দিকে লক্ষ রাখবেন। যেমন:- 
  1. বমি বমি ভাব এবং বমি
  2. মাথা ঘোরা, ক্লান্তি, মাথা ব্যাথা
  3. পেট ব্যথা,পেট মোছড় দেওয়া।
  4. স্তন কোমলতা একটি অনুভূতি
  5. রক্তচাপ এই ঔষধ গ্রহণের পরে ঘটতে পারে
  6. নির্দিষ্ট মাসিকের সময়ের চেয়ে মাসিক কয়েক দিন পরে বা আগে হতে পারে।
তবে মনে রাখবেন প্রেগন্যান্ট হলে প্রেগন্যান্ট এর লক্ষন গুলো ২/৩ সপ্তাহ পর দেখা দেয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটা প্রেগনেন্ট থাকতেও পারে নাও পারে! কারণ, সঠিক সময়ে পিল খেলে একটা সম্ভবনা থাকে! কিন্তু আপনার স্ত্রী তো ছয় দিন পরে পিল খেয়েছে, এখানে তেমন সম্ভাবনা দেখা যায় না! আপনি ডাক্তারের কাছে থেকে এটার সঠিক পরামর্শ পেতে পারেন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ