image 

একজন মানুষ কত দিনের মধ্যে বুঝতে পারে যে সে HIV /HIDS ভারাছে আক্রান্ত হয়েছে?





Share with your friends
Jamiar

Call

মানবদেহে HIV প্রবেশ করার সাথে সাথেই শরীরে এইডস এর লক্ষণ দেখা যায় না। HIV শরীরে প্রবেশ করার ঠিক কতদিন পর একজন ব্যক্তির মধ্যে এইডস এর লক্ষণ দেখা দেবে তা ব্যক্তির শারীরিক অবস্থা এবং অঞ্চলভেদে ভিন্ন হয়। তবে এটা মনে করা হয়ে থাকে যে, HIV সংক্রমণের শুরু থেকে এইডস- এ উত্তরণ পর্যন্ত সময়ের ব্যাপ্তি সাধারণত ৬ মাস থেকে বেশ কয়েক বৎসর এবং কোন কোন ক্ষেত্রে ৫-১০ বৎসর অথবা তারও বেশি। এই সুপ্তাবস্থার তাৎপর্য হচ্ছে , এই সময়ের মধ্যে এইচআইভি সংক্রমিত একজন ব্যক্তি  তার অজান্তেই অন্য একজন সুস্থ ব্যক্তির দেহে HIV ছড়িয়ে দিতে পারে।

Talk Doctor Online in Bissoy App