আমি 2005 সালে এস.এস.সি ও 2008 সালে এইচ.এস.সি পাশ করছি। তারপর 2009 সালে জাতীয়বিশ্বদ্যালয়ে প্রোফেশনাল কোর্সে ভর্তি হই। 1 বছর পড়াশুনা করার পর আমি কলেজে ভর্তি বালিত করে আমার একাডেমিক কাজগজপত্র গুলো কলেজ থেকে তুলে নেই। এখন 2018 সালে জাতীয় বিশ্বদ্যালয়ে আমি ডিগ্রী (প্রাইভেট কোর্সে) ভর্তি হতে চাই। কিন্তু অনলাইন ফরম পূরণ করতে গিয়ে দেখি আমার এস.এস.সি ও এইচ.এস.সি রোল নং ভুল দেখাচ্ছে। ডিগ্রী প্রাইভেট কোর্সের সার্কুলার এ বলা ছিল যদি কেউ চলতি বর্ষে অনার্স এ ভর্তি থাকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে না। অর্থাৎ যদি রেজিস্ট্রেশন কার্ড পেয়ে থাকে তাহলে ভর্তি হতে পারবে না। ভর্তি হতে হলে আগের ভর্তি  বাতিল করতে হবে। কিন্তু আমি আমি তো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি না। তাছাড়া আমি তো রেগুলার ছাত্রও নই। ভর্তি বাতিলও করতে পারছি না। এই মহুর্তে আমি কী করব। বুঝতে পারছি না। ডিগ্রী (প্রাইভেট কোর্স) এর ভর্তির শেষ তারিখ 27-11-2018। প্লিজ হেল্প 
শেয়ার করুন বন্ধুর সাথে