আমি খুবই আনন্দিত ছেলে ছিলাম । খুবই শিষ্টাচার মেনে চলতাম।আমি ইদানীং মনে খুব কষ্ট পাচ্ছি । কারণ টিনেজ বয়সে কিছুদিন হস্তমৈথুন করে ব্রেইন , শরীর খারাপ করেছি অজান্তেই ।তারপর দীর্ঘ 7 বছর রাস্তার পাশের গজিয়ে ওঠা চিকিৎসকেরা ভয়ই দেখিয়েছে, অপরাধী সাজিয়েছে। কাউকে বলতে পারিনি।অবশেষে  আশ্বস্ত হলাম যৌন জ্ঞান লাভ করে। কিন্তু শরীর ফেরেনি। এখন বয়স 28।আমি খুবই বই পড়তে পারতাম, এখন পারি না। 2 বছর হস্তমৈথুন(সপ্তাহে একবার) , তার  পরে 7 বছর সপ্তাহে চারবার স্বপ্নদোষে ভুগেছি। এই সাতবছর হস্তমৈথুন করিনি ও কোনো desire ছিল না ।এখন সপ্তাহে একবারই স্বপ্নদোষ। ডাক্তার বলে স্বাভাবিক ও হস্তমৈথুনকে বৈধতা দেয়, কোনো চিকিৎসা লাগবে না,বিয়ে হয়ে গেলে তুমি এখন সহবাস করতে সপ্তাহে এক-দুদিন। আমার এখন  desire এসেছে ফিরে। আমার শরীরের অবশভাব মাঝে মাঝেই ফিরে আসে। হজম করতে পারি না। এই বছর 10 মাসে 4 বার হস্তমৈথুন করেছি । তারপরে আমি কান্নাকাটি করি । শরীরমন খারাপ করি কেননা আমার এসবে ইচ্ছা নাই। দিদি বলে ,ভাই তোর চোখের নীচে কালি কেন ? এসব কথা কথাতো সমাজে ব্রাত্য । কি করে বলি। সংসারি হওয়ার ইচ্ছা-যৌনচাহিদা অনুভূত হয়। তাও হস্তমৈথুনের সুচনা কিভাবে!-লিঙ্গপ্রদেশে ডাক্তারের দেওয়া চুলকানির মলম লাগানোর সময় sensation থেকে! আমি তো জানতাম না। তারপর মনের মধ্যে যৌনতা আসে। এখন occasionally এমন স্বপ্নদোষ হয় যে 2 দিন লাগে recover করতে। সহবাস পরবর্তী সময়ে এমন হলে তো হবে না। কি করবো। ডাক্তার তো cleanchit দিলো কিন্তু আমার brain , মন, দেহের সচলতা আসেনি।  হজম ও অবশভাবের জন্য কি gastro, neurologist লাগবে? এটা কি যৌন related? সুযোগ পেলেই সাঁতার, হাঁটা হয়। কিভাবে মনকে সঠিকপথে চালিত করবো সবকিছুকে স্বীকার করেও ভালো, উৎফুল্ল থাকবো ? মন হালকা হোলো শেয়ার করে।
শেয়ার করুন বন্ধুর সাথে